Thursday , May 22 2025

মা হচ্ছেন পূর্ণিমা

ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চাদের মতই সুন্দর এ নায়িকা ৪২ বছর বয়সেও ২০ বছরের যুবতির মত সুন্দর লাগে তাকে। মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে আবারও মা হতে যাচ্ছেন পূর্ণিমা।

যদিও পূর্ণিমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায় নি। তবে তার কিছুদিন ধরে পোশাকের পরিবর্তন দেখে অনেকেই মনে করছেন তিনি মা হতে চলেছেন।

কারন কিছুদিন থেকে লক্ষ করা যাচ্ছে পূর্ণিমা নতুন কোন অনুষ্ঠানের অভিনয়ের জন্য যুক্তিবদ্ধ হচ্ছেন না। আগে যেগুলো শিডিউল দিয়েছেন শুধু সেগুলোই অভিনয় করছেন। এছাড়াও তার পোশাকে এসেছে পরিবর্তন।

পূর্ণিমার বর্তমানের সকল অভিনয়ে পোশাকের পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি অনেক ঢিলেঢালা পোশাক পড়ে অভিনয় করছেন। রিসেন্ট নগদের BMW কার জেতার ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি হোস্ট হিসেবে কাজ করছেন। এ অনুষ্ঠানে তাকে সব পর্বেই অনেক ঢিলেঢালা পোশাক পড়ে অভিনয় করতে দেখা যাচ্ছে।

তিনি সাধারণত গাউন টাইপের ঢিলেঢালা পোশাক পড়ে অভিনয় করছেন। অনেকেই মনে করছেন পূর্ণিমা তার বেবি বাম্প ঢাকার জন্যই এ ধরনের পোশাক পড়েছেন। তবে পূর্ণিমা এ বিষয় নিজে থেকে এখনো কিছু বলেন নি।

পূর্ণিমা ১৯৮১ সালে চট্টগ্রামে জন্ম গ্রহন করেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি অভিনয় জীবন শুরু করেন। ৪২ বছর বয়সে এসেও তিনি এখনো দর্শকদের দিচ্ছেন নানান অভিনয় উপহার। ১৯৯৭ সালে প্রথন ছিনেমা ‘এ জীবন তোমার আমার’ পেক্ষাগ্রিহে মুক্তি পায়।

Check Also

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাত বাসায় ডাকাতি

প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন ডাকাতরা। পরে জানালা দিয়ে গুলি দেখাতে আমি দরজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *