বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। শুধু এ দেশই নয় ভারতেও রয়েছে তার তুমুল জনপ্রিয়তা, তাই তাকে দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়।
পরিচালক অনন্য মামুন বলেন আমরা আগামী ১০ ই সেপ্টেম্বর ভারতের বেনারস থেকে সাইকোপ্যাথ নামের এই মুভিটির কাজ শুরু করতে চাচ্ছি, যেখানে নায়ক হিসেবে থাকবেন শাকিব খান এবং নায়িকা হিসেবে থাকবেন বলিউডের নেহা শর্মা, পাশাপাশি তামিল, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে ভিলেন ও
একাধিক শিল্পীও থাকছেন।
অনন্য বললেন, শাকিব খানকে নিয়ে এই ছবি বানিয়ে
আমরা প্যান ইন্ডিয়ান মার্কেট ধরবো।
আমরা চাইছি যেন আমাদের বাংলা ছবির মার্কেটটা আরো বড় হয়। তাই এটার গল্প বাজেট সবই আমরা হিন্দি মার্কেটের মতো বড় করছি।
পাঠান ছবি পরিবেশন করতে গিয়ে মুম্বাইয়ের বেশ কিছু পরিবেশকদের সঙ্গে আমরা যোগাযোগ বেড়েছে, যেখানে আলোচনা সাপেক্ষে জানতে পেরেছি সেখানকার প্রযোজকরাও শাকিবকে নিয়ে আগ্রহী।
সাইকোপ্যাথ নামের ছবিটি সম্পর্কে মামুন বলেন আমি ছাড়াও প্রযোজক হিসেবে বলিউডের বেশ কয়েকজন থাকছে। বলিউড প্রসঙ্গে মামুন বলেন বলিউডের প্রযোজকদের কাছে শাকিব খানের বিষয়ে ডাটা আছে, তাই তার বিষয়ে নিশ্চিত হয়েই তারা আগ্রহী হয়েছে,
তাই আমরা শাকিব খানকে দিয়ে বলিউডে ঢুকবো। প্রত্যেক প্রযোজক তার মানি রিটার্ন গ্যারান্টি চায়। শাকিব খানের ছবিতে সেটা আছে। তাই চেন্নাই থেকে ফাইট ডিরেক্টর, মুম্বাই থেকে গান ও
বাংলাদেশ থেকে মেকআপ আর্টিস্ট থাকবে।
জানা যায়, বিশাল আয়োজনের এ ছবিটির বাজেট
আকাশ ছোঁয়া। যেখানে বাংলাদেশ, মুম্বাই ও কলকাতা থেকে তিনটি ক্রিয়েটিভ টিম কাজ করবে।
ছবিটি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম সহ মোট পাঁচটি ভাষায় নির্মিত হবে।
অন্যদিকে শাকিব খান বর্তমানে আমেরিকায় আছেন, সেখানে থেকে ফিরেই এ ছবির কাজে যুক্ত হবেন।