নিউজ ডেস্কঃ
বন্যা কবলিত বন্দর নগরী চট্টগ্রাম। টানা এক সপ্তাহের বৃষ্টির কারণে পানির নিচে ডুবে গেছে বন্ধন নগরী চট্টগ্রামের বিশেষ বিশেষ রাস্তা সমূহ। গত ১০০ বছরেও চট্টগ্রামে এভাবে বন্যা হয়নি।
নগরের অক্সিজেন মোড় দুই নাম্বার গেট বদ্দারহাট বিশেষ জায়গা এক কোমর পরিমাণ পানিতে ডুবে গেছে। এদিকে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ মার্কেট চাক্তাই বাজার খাতুনগঞ্জ পানির নিচে ডুবে যাওয়ার কারণে ব্যাপক ব্যবসার লোকসান হচ্ছে, ব্যবসায়ীরা জানাচ্ছে দোকানে পানি ঢুকে যাওয়ার কারণে তারা ব্যবসা করতে পারছে না এতে প্রায় কোটি কোটি টাকার লস এর সম্মুখীন হচ্ছে।
চট্টগ্রামে বন্যার পানিতে চট্টগ্রাম সিটি মেয়র এর বাড়িতেও পানি উঠছে। সিটি মেয়র নিজেই গাড়িতে করে বের হতে পারছে না ।দেখা যাচ্ছে যে তিনি রিকশায় করে বাসা থেকে বের হচ্ছেন।
এদিকে কর্ণফুলী নদীর পূর্ব দিকে বোয়ালখালী উপজেলা পুরোটাই বন্যাকবলিত হয়ে গেছে। উপজেলার বেশিরভাগ জায়গায় পানির উঠে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে এইরকম টানা বৃষ্টি আরো প্রায় এক সপ্তাহ চলবে। অর্থাৎ আগস্ট মাসের ১২ থেকে ১৩ তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি হতে পারে ।তাই বন্যার পানি আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এইরকম পরিস্থিতিতে চট্টগ্রামবাসী ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন । চাকুরীজীবীরা অফিসে যেতে পারতেছে না শ্রমজীবী কর্মজীবী মানুষ বাসা থেকে বের হতে পারতেছে না ।প্রধান প্রধান সড়ক গুলো পানির নিচে ডুবে যাওয়ার কারণে যান চলাচল করতে পারছে না।