দীর্ঘ ১ মাসের ভোগান্তির পর T.K পাওয়ার গ্রীডের নষ্ট হয়ে যাওয়া ১৩২/৩৩ কেবি পাওয়ার ট্রান্সফরমার কিছুক্ষণ আগে সচল করা হয়েছে।
জুলাই মাসের ২৬ তারিখ বোয়ালখালী উপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে এই ট্রান্সফরমার নষ্ট, তাই বোয়ালখালীতে দিনে প্রায় ৮-১০ ঘন্টা লোডশেডিং ছিল।
এছাড়া জুলাই মাসের শেষের দিকে বন্যা হওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্র পানির নিচে ডুবে যায় । যার কারণে এই ট্রান্সফরমার টি মেরামত করতেও বিলম্ব হয়েছে।
ট্রান্সফরমারের মেরামত করার জন্য যে সকল জিনিসের দরকার ছিল তা চীন থেকে ইমপোর্ট করতে হয়েছে ।চীন থেকে আনতে প্রায় দুই সপ্তাহ সময় লেগেছে।এর আগে কখনো বোয়ালখালীতে এরকম লোডশেডিং হয়নি।
স্থানীয় এক যুবক জানায় দীর্ঘ ১০ ঘন্টার বেশি লোডশেডিং হওয়ার কারণে এই এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে বেশিরভাগ শিক্ষার্থী রাতে ভালোভাবে পড়াশোনা করতে পারিনি যার কারণে তাদের পরীক্ষাও খারাপ হতে পারে
দীর্ঘ এ লোডশেডিং এর কারনে মানুষ গরমে প্রচন্ড কষ্ট পেয়েছে এছাড়াও অনেক শিল্প কলকারখানা বিদ্যুতের অভাবে ঠিকমতো চালানো সম্ভব হয়নি।
বোবোয়ালখালী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের জেনারেল ম্যানেজারকে লোডশেডিং এর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান পরবর্তীতে এরকম ভোগান্তি যাতে না হয় সেজন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়াও তিনি আরও বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার কাছে। বোয়ালখালীবাসি প্রায় ১ মাসের কষ্ট শেষ হয়েছে। সমাধান হয়েছে বিদ্যুৎ সমস্যার। আপ্রাণ চেষ্টা করেছি দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য। সৃষ্টিকর্তা সহায় হয়েছেন বলে আজ বিদ্যুৎ এর সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আগামিতেও আপনাদের সকল সমস্যায় পাশে থাকবো ইনশাআল্লাহ।