Tuesday , October 7 2025

অবশেষে আসতে যাচ্ছে জলি এলএলবি থ্রি মুভি

কটরুমে ড্রামা সিলিমা হিসেবে জলি এলএলবি ওয়ান এবং জলি এলএলবি টু ছবি দুটি খুবই সাড়া ফেলেছিল দর্শকের মাঝে। এর এই ধারাবাহিকতায় নির্মাতারা জলি এলএলবি থ্রি মুভি আনতে যাচ্ছে।

ভারতীয় সিনেমা জলি এলএলবি প্রথমটিতে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি আর জলি এলএলবি টু সিনেমাটিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। এবার জলি এলএলবি থ্রি ছবিতে অক্ষয় কুমার এবং এরশাদ ওয়ার্শি উভয়কেই দেখা যাবে।

নির্মাতারা উভয়কেই উকিল হিসেবে জলে এল পৃথিবীতে রাখবেন। বচ্চন পান্ডে সিনেমার পর দ্বিতীয় কোন সিনেমাতে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি একসঙ্গে ছবি করতে যাচ্ছে।

এছাড়াও গত দুই পর্বের মতো এবারও জজ এর ভূমিকা পালন করবে সৌরভ শুক্লা। গত দুই পর্বে স্বরূপ শুক্লার অভিনয় দর্শক খুবই পছন্দ করেছেন তাই তৃতীয়বারের মতো তাকেই জজ হিসেবে সিনেমাতে রাখা হচ্ছে।

ভারতীয় গণমধ্যমের তথ্য অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি হতে এই সিনেমার শুটিং শুরু হতে পারে। অর্থাৎ ২০১৪ সালের ফেব্রুয়ারির দিকে জলি এলএলবি ৩ ছবিটি শুটিং শুরু হতে পারে।

 

 

 

Check Also

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাত বাসায় ডাকাতি

প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন ডাকাতরা। পরে জানালা দিয়ে গুলি দেখাতে আমি দরজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *