জনপ্রিয় মেসেজিং হোয়াটসঅ্যাপ এ চালু হলো চ্যানেল ফিচার। জুন এই ফিচার চালু হলেও তা সবার জন্য উন্মুক্ত করা হয় নি। তবে গত কাল হোয়াটসঅ্যাপ এর মালিক মার্ক জুকারবাগ তার অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল এর ঘোষণা দেন। তিনি জানান আজকে থেকে সবাই চ্যানেল ব্যবহার করতে। পারবে
এতদিন চ্যানেল ফিচার ছিল শুধু মাত্র টেলিগ্রাম এপস এ। কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপ থেকে চ্যানেল সুবিধা পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল কি , আর এটার সুবিধাই বা কি ? তো কালুন জেনে নেই হোয়াটসঅ্যাপ চ্যানেল সম্পর্কে বিস্তারিত।
হোয়াটসঅ্যাপ চ্যানেল কি ?
হোয়াটসঅ্যাপ চ্যানেল হলো টেলিগ্রামের মতোই অনেকটা। এটা কোন গ্রুপ নয় , তাই এটাতে সবাই ডিসকাশন করতে পারবে না। এখানে চ্যানেল এর মালিক যা পোস্ট করবেন ফলোয়াররা তা শুধু দেখতে পারবে। এটাতে রিপ্লাই দিতে পারবে না। তবে ইমোজি দিয়ে রিয়েকশন দিতে পারবে। এডমিন কিংবা চ্যানেল মালিক ইউজারদের প্রোফাইল এর ছবি বা ব্যক্তিগত কিছুই দেখতে পারবে না।