Thursday , May 22 2025

হানি নাটস কি? হানি নাটসের উপকারিতা


বর্তমান সময়ে সব থেকে আলোসিতর্কতি খাবারের নাম হচ্ছে হানি নাট। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় এই হানি নাট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো কি এই হানি নাট ? আর এর উপকারিতা কি তা নিয়ে আজকে আলোচনা করবো। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক।

 

হানি নাটস কি ?

হানি নাটস হলো বিভিন্ন বাদাম ও শুকনো ফলের মিশ্রণে তৈরি একটি জনপ্রিয় খাবার। নানান প্রকার শুকনো ফল ও বাদাম একসাথে মিশিয়ে কাঁচের জারে মধু দিয়েসংরক্ষণ করা হয়।

হানি নাটস এ মুলত  কাজুবাদাম, কাঠবাদাম, চিনাবাদাম, পেস্তাবাদাম, আখরোট, অ্যাপ্রিকট, মাবরুম খেজুর, আজওয়া খেজুর, কিশমিশ ইত্যাদি থাকে।

এছাড়াও দাম ও চাহিদাভেদে অনেকে আলুবোখারা, তিল, সূর্যমুখীর বিজ, চিয়া সিডের মতো বীজও দেন। এতে সেই প্যাকেজের দাম তুলনামলকভাবে একটু বেশি হয়। এছাড়াও এর সঙ্গে মেশানো হয় খাঁটি মধু।

 

 

Check Also

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাত বাসায় ডাকাতি

প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন ডাকাতরা। পরে জানালা দিয়ে গুলি দেখাতে আমি দরজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *