চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া লেপ-তোশকের দোকান ছিল বিকাশ সেন (৩৫) নামের এক ব্যবসায়ীর।
করোনাকালীন সময়ে ব্যবসায় ভাটা পড়ায় বিভিন্ন জায়গা থেকে লোন আর ধারদেনা করতে করতে এক সময় ঋণের বোঝা ভারী হয়ে যায়। দোকানে তেমন একটা ব্যবসা না হওয়াতে সময়মতো পারছেন না ঋণ পরিশোধ করতে। এ নিয়ে ঘরে ঝগড়া লেগেই থাকতো প্রতিনিয়ত।
পারিবারিক কলহ আর ঋণ শোধ করতে না পারায় রাগের মাথায় বিষপান করেন বিকাশ সেন।গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সুজিদ চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি একই এলাকার সাধন সেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা বলেন, সে খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তার তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে বিয়ে দিলেও বাকি দুটি মেয়ে এখনো ছোট। পারিবারিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এমনটা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউপি সদস্য মানিক চক্রবর্তী বলেন, ধারদেনা আর পারিবারিক কলহের জেরে ভোর ৫টার দিকে তিনি বিষপান করেন।
সঙ্গে সঙ্গে তার পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যায়।
লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ গ্রামে এনে দাহ কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল। তখন আমরা তাকে রক্ষা করতে পারলেও এবার আর রক্ষা করতে পারলাম না।