Tuesday , October 7 2025

অবশেষে বিয়ে করলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

নিউজ ডেস্ক:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করে ফেললেন আয়মান সাদিক ও মঞ্জিরিন শহীদ। গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আঁকদ সম্পন্ন হয়েছে। তাদের বিয়ের ছবি নেট পাড়ায় ভাইরাল হয়েছে।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক এবং টেন মিনিট স্কুলের জনপ্রিয় শিক্ষিকা মুনজেরিন শহীদ এর মাঝে যে প্রেমের সম্পর্ক আছে ত আগেই অনেকেই সন্দেহ করেছিলেন। নানা সময় নানান ব্যাক্তি তাদের প্রেমের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন। কিন্তু আয়মান সাদিক বা মুঞ্জারিন শহীদ কেউই ব্যক্তিগতভাবে এ বিষয়ে মুখ খোলেননি। তাদের প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলেও তারা কৌশলে বিষয়টাকে এড়িয়ে দেখেন।

তবে এবার তারা আনুষ্ঠানিকভাবেই তাদের প্রেমের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন তারা যে বিয়ে করবেন সে বিষয়ে ঘোষণা দিয়েছেন। তাদের বিয়ের ঘোষণার খবর শোনা সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। মেডিসিনরা কিছু সংখ্যক বিরূপ মন্তব্য করলেও বেশিরভাগ মানুষই তাদের বিয়ের খবর শুনে খুশি হন এবং তাদেরকে অভিনন্দন জানান।

গতকাল অর্থাৎ ১৫ ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের আকোদ সম্পন্ন করেন। বিয়ের ছবিতে দেখা যায় আয়মান সাদিক সাদা পাঞ্জাবি পায়জামা পড়েছেন লেহেঙ্গা পরিধান করেছে। তাদের বিয়ের পোশাক ছিল অত্যন্ত সুন্দর এবং আধুনিক। এছাড়াও বিএফ আয়মান সাদিক তার বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনকে নিয়ে মসজিদে বসে বিয়ে করছেন। অর্থাৎ তাদের তাদের বিয়ে ইসলামী শরীয়ত মতে সম্পন্ন হয়েছে।

আমার সাদিক কে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে বিয়ের রিসিপশন পরবর্তীতে জানানো হবে এবং সেখানে সকল শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত করা হবে। পাঠক আপনাদের এই দম্পতির বিয়ে সম্পর্কে অনুভূতি কি তাহা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

 

কে এই আয়মান সাদিক ?

আয়মান সাদিক হলো বাংলাদেশের জনপ্রিয় একজন অনলাইন শিক্ষক। যিনি অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করে থাকেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। টেন মিনিট স্কুলের মাধ্যমে তিনি সারাদেশে খুবই স্বল্প খরচে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অনলাইনে শিক্ষাদান কর্মসূচি পালন করে যাচ্ছে। আরমান সাদিকের এই প্রজেক্টে রবি অর্থায়ন করেন। রবির প্রায় দুই কোটি টাকার ডোনেশনে আয় বাল সাদিক স্কুল প্রতিষ্ঠা করেন।

 

কে এই মুনজেরিন শহিদ?

মন জেরিন শহীদ হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় অনলাইন শিক্ষক যিনি বর্তমানে আইএলটিএস কোর্স করাচ্ছেন। তিনি অনলাইনে ইংলিশের বিষয়ে নানান কোর্স করান। তার শেখানোর ধরন অত্যন্ত সহজ এবং মনে রাখার কৌশল ও অনেক সহজ।  এছাড়া তিনি প্রত্তাহিক জীবনে কি কি ইংলিশ লাগে সেগুলো সহজে সেখান।

Check Also

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাত বাসায় ডাকাতি

প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন ডাকাতরা। পরে জানালা দিয়ে গুলি দেখাতে আমি দরজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *