“আমার মনে হয় না আমার আর বিশ্বকাপে থাকা উচিত ” সম্প্রতি নিজের ভেরিফাইড করা ফেসবুক পেজে একথা জানিয়েছেন তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল নিজের ভেরিফাইড করা ফেসবুক পাতায় ভিডিওর মাধ্যমে জানান যে তিনি আসন্ন বিশ্বকাপে খেলবেন না।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছর নিয়ে নিয়েছেন সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য বদলে ফেলেন তার সিদ্ধান্ত।বিশ্বকাপের জন্য ঠিকঠাকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক ইকবাল।
কিন্তু আজ ঘোষিত বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের বিস্ফোরক খবর হতে পারে, বিশ্বকাপ দলে তামিম ইকবালের অনুপস্থিতি।
যদিও এখনো বিশ্বকাপ দল ঘোষণা করা হয়নি। তবে বিসিবির জানা গেছে, বাংলাদেশে ১৫ সদস্যর বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
বিশ্বকাপ ক্রিকেটে না খেলার বিষয়টি এর আগে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে জানিয়েছিলেন বলে জানান তামিম ইকবাল।
অনেকদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে না থাকাকেই এই সিদ্ধান্তের পিছনে বড় কারণ হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।এবং দ্বিতীয় কারণ হিসেবে তামিম ইকবাল তার ইনজুরিকে তুলে ধরেছেন।
ওয়ানডে অধিনায়ক তামিন ইকবাল জানান, “আমার কাছে মনে হয় বেশ কয়েকদিন ধরে খেলছি না।ইনজুরিটা দ্বিতীয় কারণ,কিন্তু ইনজুরিতে সমস্যা হবে না।”
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আরো জানান: “মূল যে ব্যাপারটা হচ্ছে আমি ১৫থেকে ১৬ টা টি-টোয়েন্টি ম্যাচ মিস করেছি”,এই সময়ে যারা ব্যাটিং করেছেন তাদের বিশ্বকাপ প্রস্তুতি ভালো বলে জানান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবাল বলেন,”আমি টি -টোয়েন্টিতে থাকতাম তবে মনে হয় না এটি ঠিক হবে।”
তবে তামিম ইকবাল মনে করিয়ে দিয়েছেন যে টি-টোয়েন্টি ফরমেট থেকে এখনই অবসরে যাচ্ছেন না।
কিন্তু ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোটকে ঘিরে জমে উঠেছে দুশ্চিন্তার মেঘ।
নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনের ওয়ানডে অধিনায়ক তামিল ইকবাল জানান যে, তিনি এখনো শতভাগ ফিট নন।কোমরের পেশি জমাট বেধে আছেন।
ম্যাচে প্রথমে ফিল্ডিং ইলিশ রানের ইনিংস খেলার ধকলের পর তামিম ইকবাল নির্বাচকদের উদ্দেশ্যে বলেছিলেন, তামিম ইকবালকে দলে নিলে যেন তামিম ইকবালের কোমরের পেশি জমাট বেঁধে যাওয়ার ফলে ইনজেকশন নিয়ে কোমরের ব্যথা কমানোর বিষয়টি যেন বিবেচনায় রাখেন।ইনজেকশন নিয়ে কোমরের ব্যথা কমানোর ফলে যে কোনো সময়ে ব্যথা আসতে পারে, আবার পুরো বিশ্বকাপ নির্বিঘ্নে খেলেও ফেলতে পারেন তামিল ইকবাল।
কিন্তু টিম ম্যানেজমেন্ট আলোচনা থেকে যতটুকু আচ করা যায় তারা কোন প্রকার ঝুঁকি নিতে রাজি না।যদিও নিউজিল্যান্ড বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অনেকটা স্বাচ্ছন্দে ব্যাটিং করতে দেখা গিয়েছে তামিম ইকবালকে,এমনকি এর সাথে ঝাপিয়ে ফিল্ডিং ও করেছিলেন তামিম কিন্তু তার এই চোটের ধরণটা এমনই যে,যেকোনো সময় আসতে পারে।
বিশ্বকাপ বড় আসর। তবে অনেকেই ঝুঁকি নেয়।এ আসরে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ক্ষেত্রে ফিটনেস ইস্যু নিয়ে ভাবা হয় অন্যভাবে।যেমন চোটের কারণে নিউজিল্যান্ডের অধিনায়কের বিশ্বকাপ ম্যাচ শেষ বলে ধরে নিয়েছিল।
কিন্তু তিনি আবার বিশ্বকাপে কুউনদের অধিনায়ক উইলিয়ামস। যদিও প্রথম ম্যাচে তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে ভারতে রওনা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট টিম।
কিন্তু এখন প্রশ্ন হল এটাই বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।তাকে আদৌ গুরুত্বপূর্ণ হিসেবে মনে করেন কিনা ম্যানেজমেন্ট।বাংলাদেশের উদ্বোধনী জুটির ইতিহাস ঘাটলে তামিম ইকবালের বিকল্প খুঁজে পাওয়া যায় না।সঙ্গে তামিমের রেকর্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তা সর্বশেষ পারফরমেন্স দেখে তাকে যদি বিবেচনায় রাখা হয় তাহলে আশাহত হবে না বলে মনে করা যায়।বরং তামিম ইকবালকে নিয়ে ঝুঁকি নিলে সুফল মিলার সম্ভাবনা অনেক টাই বেশি।
সব ফরম্যাটের ক্রিকেটেই তামিম ইকবাল বাংলাদেশের সেরা রান সংগ্রাহক।
৪৭৮৮ টেস্ট রান, ৭৬৬৬ ওয়ানডে রান এবং ১৭৫৮ আন্তর্জাতিক রান আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান আছে তামিম ইকবালের ব্যাটে।
তামিম ইকবালের ঢাকা না থাকা নিয়ে আজ দুপুরে প্রশ্ন করায় এড়িয়ে বলেন,যআমরা মিটিং করছি”। যদিও বিশ্বকাপের দলের গোছগাছ আগেই শেষ বলে জানা গেছে।এর একটু আগে জানানো গেছে যে,এবারের বিশ্বকাপ দল “ডিজিটাল”মাধ্যমে জানানো হবে, দুপুরে খুদে বার্তায় জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস।তারমানে বড় কোন খবরের কারণে নির্বাচকদের প্রশ্নের মধ্যে ফেলতে চাচ্ছেন না বিসিবি।
যেহেতু বিশ্বকাপে পুরো সময় খেলতে পারবেন না তামিম ইকবাল। তামিম ইকবাল নাকি মাত্র পাঁচটি ম্যাচ খেলতে চেয়েছেন। নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমনটা জানিয়েছেন তামিম ইকবাল।
সব মিলিয়ে জটিল অবস্থা তৈরি হওয়ার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে যার কারণেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেন কোচ এবং অধিনায়ক। তার আগেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান পাপন।
শেষ পর্যন্ত হয়তো তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ পরিকল্পনা করতে হচ্ছে বিসিবিকে।