এবার কপাল খুলল ক্রিকেটার এনামুল হক বিজয়ের। এশিয়া কাপ ২০২৩এ হঠাৎ করেই সুযোগ পেয়ে গেলেন এনামুল হক বিজয়। এশিয়া কাপ ২০২৩ এর ৩১ জন সিলেকশন প্লেয়ার এর মধ্যে এনামুল হক বিজয়ের কোন নাম ছিল না, কিন্তু হঠাৎ করেই যেন তার কপাল খুলে গেল হঠাৎ করেই বোর্ড থেকে তিনি ডাক পেলেন এশিয়া কাপ ২০২৩ খেলার জন্য।
এনামুল হক বিজয় চান্স পাওয়ার কারণ হল লিটন দাসের অসুস্থতা। লিটন দাস হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছে এবং কমরে প্রচন্ড ব্যথা। যার কারনে এশিয়া কাপ থেকে ছিটকে গেল লিটন দাস, আর তার পরিবর্তেই জাতীয় দলে ডাক পেলেন এনামুল হক বিজয়।
অথচ কিছুদিন আগেও এশিয়া কাপ সিলেকশন দলের 31 জন প্লেয়ারের মধ্যেও এনামুল হক বিজয়ের নাম ছিল না । তাই অনেকেরই ধারণা ছিল যে এবারের এশিয়া কাপ হয়তো এনামুল হক খেলতে পারবে না। কিন্তু সব সংশয় দূর করে হঠাৎ করে যেন এনামুল হকের কপাল খুলে গেল ।লিটন দাসের অসুস্থতার কারণে হঠাৎ করেই নির্বাচক মিনহাজুল আবেদীন এনামুল হক বিজয়কে ডাকলেন।
এদিকে জাতীয় দলের টাক পাওয়ায় এনামুল হক বিজয় অনেক খুশি তিনি তার ফেসবুক পেজে তার ফলোয়ারদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন। এনামুল হক বিজয় জানান যে আমাকে দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ।
লিটন দাস জাতীয় দল থেকে বাদ পড়ে গেলে যদিও অনেকের মন খারাপ হয়েছে কিন্তু এনামুল হক বিজয় তার পরিবর্তে জায়গা পাওয়ায় অনেকেই খুশি। কেননা ঘরোয়া লীগে এনামুল হক বিজয় খুবই ভালো পারফর্ম করেছে অথচ নির্বাচক প্যানেল তাকে সিলেকশন টিমে নেয় নি।