চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত ১৯ জুলাই মিনহাজ নামের সেই ছেলে কালুরঘাট সেতুর পূর্ব দিকে নতুন যে ফেরিঘাট তৈরি হয়েছে সেই ফেরিঘাটের পাশে ফুটবল খেলছিল। বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় ফুটবল নদীতে পড়ে যায় সেই বল মিনহাজ তোলার জন্য নদীতে নামে কিন্তু নদীর স্রোতের কারণে মিনহাজ পানিতে ডুবিয়ে যায়।
নিখোঁজ হওয়ার পর মিনহাজকে খুঁজে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পর পুলিশ তদন্ত নামে। নিকট হওয়ার তিনদিন পর মিনহাজের লাশ পাওয়া যায়। মিনহাজের লাশ নতুন ব্রিজের পাশে দেখা যায়। পরবর্তীতে পুলিশ তার লাশ উদ্ধার করেন।
ময়নাতদন্ত করে জানা যায় পানিতে ডুবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়। মিনহাজের এই অকাল মৃত্যুতে তার গ্রামে শোকের হাওয়া বইছে।
মিনহাজ বোয়ালখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাহমুদুল হকের ছেলে। মিনহাজের বয়স মাত্র উনিশ বছর। মিনহাজ বোয়ালখালীর সিরাজুল হক ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।