Thursday , May 15 2025

কালুরঘাট সেতুর সংস্কারকাজ পরিদর্শনে বুয়েট প্রতিনিধি দল

 

কালুরঘাট সেতুর সংস্কারকাজ পরিদর্শনে বুয়েট প্রতিনিধি দল

কালুরঘাট সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেছে পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধি দল।

শনিবার বুয়েটের অধ্যাপক এ এফ এম সাইফুল আমিনের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা কাজের অগ্রগতি নিয়ে রেলওয়ে ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

আগামী সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালুর পরিকল্পনা করেছে রেলওয়ে। কালুরঘাট সেতু দিয়ে চলবে এসব ট্রেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বলেন, কালুরঘাট সেতু সংস্কার কাজের কনসালট্যান্ট হিসেবে কাজ করছে বুয়েট। তাই তাদের একটি প্রতিনিধি দল নিয়মিত কাজের অংশ হিসেবে সেতুর চলমান সংস্কার কাজ পরিদর্শন করে দেখেছে। সেপ্টেম্বরের মধ্যে যাতে ট্রেন চালানো যায়, সেজন্য দ্রুত কাজ চলছে।

গত ১ আগস্ট থেকে কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়ে সেতুর সংস্কার কাজ শুরু হয়। ওইদিন থেকে কর্ণফুলী নদী পারাপারে ফেরি সার্ভিস চালু রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, কালুরঘাট রেল সেতু সংস্কারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। সংস্কার চলাকালে কর্ণফুলী নদী দিয়ে যানবাহন পারাপার করা হবে ফেরি দিয়ে।

Check Also

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাত বাসায় ডাকাতি

প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন ডাকাতরা। পরে জানালা দিয়ে গুলি দেখাতে আমি দরজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *