Sunday , December 21 2025

নগদ BMW কার নিজ জেলাকে জেতানোর আজকেই শেষ #অময়

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ এর কে জিতবে BMW ক্যাম্পেইন এর নিজ জেলার প্রার্থীকে জেতানোর আজকেই শেষ দিন।

সম্প্রতি নগদ তার গ্রাহকদের জন্য একটি ক্যাম্পেইন এর আয়োজন করে। যেখানে নগদ গ্রাহকেরা নগদের মাধ্যমে পেমেন্ট কিংবা মোবাইল রিচার্জ করে ঘন্টায় ঘন্টায় ক্যাশব্যাক ও নানান উপহার পেয়েছেন।

উপহার সমুহের মধ্যে রয়েছে স্মার্টফোন, টিভি, ফ্রিজ, মটর সাইকেল ইত্যাদি। এ সকল পুরুস্কার গ্রাহকেরা নির্দৃষ্ট মার্চেন্ট এ নগদ দিয়ে পেমেন্ট করার ফলে জিতেছেন।

তবে এই ক্যাম্পেইন এর সবথেকে বড় পুরুস্কার,  সব থেকে বড় আকর্ষন  BMW কার এখনো কেউ পায়নি। BMW কার মাত্র একটি তাই এই কার সারা বাংলাদেশ থেকে যেকোনো একজন গ্রাহক পাবেন।

 

 

 

 

Check Also

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাত বাসায় ডাকাতি

প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন ডাকাতরা। পরে জানালা দিয়ে গুলি দেখাতে আমি দরজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *