বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের পিতা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন।রুবেল হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজের ব্যাপারে জানান।
তিনি তার অফিসিয়াল পেজে পোস্ট করেন যে, ‘ আমার বাবা আর নেই, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’ তার এই পোস্টের পর্টার ফলয়ারগণ নানাভাবে তাকে সান্তনা দিচ্ছেন। অনেকেই তার এই খবর ফেসবুক সহ নানান সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিচ্ছেন।
রুবেল হোসেনের পিতা সিদ্দিকুর রহমান তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৬৮ বছর। মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে বার্ধক্য কারণেই তিনি ইন্তেকাল করেছেন।
রুবেল হোসেন একজন দেশ সেরা ফাস্ট বলার। বাংলাদেশের অনেক বড় বড় সাফল্য অর্জনে রুবেল হোসেনের অবদান রয়েছে। যোখন বাংলাদেশ দলে মুস্তাফিজ, শরিফুল, তাসকিন আহমেদ এর মত ফাস্ট বলার আসেনি তখন রুবেল হোসেন ছিল বাংলাদেশের একমাত্র ভরসা । তার ফাস্ট বলে মুগ্ধ থাকতো ক্রিকেট প্রেমীরা ।
বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম সেরা পেচ বোলার রুবেল হোসেনের বাবা ইন্তেকাল করেছেন। এতে শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা সহ বাংলাদেশ দলের প্রায় সকল বর্তমান ও সাবেক ক্রিকেটার তারকারা ।
” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রজিউন”
বাংলাদেশ পেচ অ্যাটাকের এক সময়ের কান্ডারী, মোস্তাফিজ-তাসকিন-সরিফুল-হাসানদের উত্থানের আগে বাংলাদেশের পেচ অ্যাটাকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন রুবেল হোসেন। আজ নিজ ভেরিফাইড পেজে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর জানান।
আমরা সকলে মরহুমের জন্য দুয়া করবো ইনশাআল্লাহ।”আল্লাহ তা’আলা তাকে জান্নাত নসীব করেন ও শোকার্ত পরিবারকে ধৈর্য্য ধারণের তাওফিক দান করেন”