বোয়াখালির সিএনজি চালকদের অসহায় আর্তনাদ,শোনার কেউ নাই
১৩৭ বর্গ কিলোমিটার বোয়ালখালিতে
অভিভাবক ও ঐক্যবদ্ধতার অভাবের খেসারত দিচ্ছে অন্তত এক থেকে দেড় হাজার সিএনজি চালক, আইনি বেড়াজালে অসহায় হাজারো সিএনজি চালক ও তাদের পরিবার,অতি সল্প ও সংকটাপন্ন উপার্জনে ব্যাহত হচ্ছে জীবিকা নির্বাহন,
৫০০ টাকার মান্থলি দিলেই চলতে পারবে,,আর না দিতে পারলে তার ঘুম হারাম,তমকে যায় গাড়ির চাকা, বন্ধ হয়ে যায় ঘরের চুলা, বোয়ালখালির প্রত্যান্ত অঞ্চলে পালাবদলে তাদের অবস্থান, এমনিতে নিত্যপন্যের আকাশ ছোঁয়া দামে নাখাল সাধারণ জনগণের পাশাপাশি এই সিএনজি চালকেরাও,তার উপর আবার কালুরঘাট সেতুর বিপরীতে ফেরি চলাচলের পরীপেক্ষিতে, ৯০% সিএনজির রাস্তার মাথা আসা যাওয়া একেবারে বন্ধ বললেই চলে, যার কারণে অনেক সময় কোম্পানির ইনকামও উঠাতে পারেনা চালকেরা, এমন কি অনেকের ঘরে ঠিকমত চুলাটাও জ্বলে কিনা তা নিয়েও রয়েছে সংশয়, এর উপর আবার মড়ার উপর খাঁড়ার ঘা, হয়ে চলছে আইনের নামে এই অমানবিক নির্যাতন, যখন যেখানে ইচ্ছে বসে কেবল সিএনজির উপর এই জুলুম অত্যাচার নিরবে চালিয়ে যাচ্ছে, এসব দেখার মত কোন নেতা বা অভিভাবক বোয়ালখালি তে আদো আছে কিনা প্রশ্ন ভুক্তভোগীদের,?
আশা করছি এসব বিষয়টি নেগেটিভ না নিয়ে ও সমস্যাদী আমলে নিয়ে বোয়ালখালির উচ্চ মহলের নেতৃবৃন্দগন এটি নিরসনের লক্ষে কাজ করে, দ্রুত অসহায় ও নিরহ সিএনজি চালকদের মুক্তি দিয়ে, তাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুটো ডালভাত খেয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দেবেন,এটাই প্রত্যাশা।