Thursday , May 22 2025

শাস্তি হতে পারে মেসির

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি এবার শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে। শুনতে অবাক হলেও এটাই সত্যি। কেন মেসি শাস্তির মুখোমুখি হচ্ছেন তা আপনাদেরকে জানাবো।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। যিনি তার ক্যারিয়ারে খুব একটি শাস্তির মুখোমুখি হয়নি। লিওনেল মেসি খুবই শান্ত প্লেয়ার। খেলার মাঠে কোন ফাউল কিংবা অন্যান্য ঝামেলার জন্য তাকে খুবই সামান্য শাস্তি পেতে হয়েছে।

কিন্তু এবার লিওনেল মেসি শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন। খেলার জন্য কোন শাস্তি নয়, মেসি ইন্টারমিয়ামির হয়ে প্রথম ফুটবল ম্যাচ খেলার পর সাংবাদিকদের সঙ্গে কোন আলাপ না করেই চলে গেছেন সেজন্যই মূলত তার শাস্তি হবে।

নিয়ম অনুযায়ী খেলা শেষে প্রতিটি ফুটবলার সাংবাদিকদের সাক্ষাৎকার দেবেন তারপর যাবেন কিন্তু মেসি প্রথম ম্যাচ খেলার পর সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানাই এবং চলে যায় যার কারণে সাংবাদিকরা অসন্তুষ্ট হয় এবং এর ফলে মেসির শাস্তির দাবি উঠে।

এর আগে মেসি পিএসসি ফুটবল ক্লাবে থাকার সময় psg কর্তৃপক্ষকে না জানিয়ে ফ্যামিলি নিয়ে সৌদি আরবে বেড়াতে যান। সে সময় পিএসজি ফ্যান খুবই অসন্তুষ্ট হয় এবং পিএসসি কর্তৃপক্ষ মেসির বিরুদ্ধে অ্যাকশন নেন।

মেসি পরবর্তীতে তারই কর্মের জন্য পিএসসি কর্তৃপক্ষ এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি নিজের ভুল স্বীকার করেন এবং বলেন যে তার না জানিয়ে যাওয়া উচিত হয়নি। পরবর্তীতে তিনি এ ধরনের কাজ আর করবেন না।

 

Check Also

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাত বাসায় ডাকাতি

প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন ডাকাতরা। পরে জানালা দিয়ে গুলি দেখাতে আমি দরজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *